PC Setting

How to disable windows update in windows 10 bangla

আপনার এমবি শেষ? উইন্ডোজ আপডেট বন্ধ করে রোধ করতে পারেন এমবি অপচয়। আপনি যদি মাইক্রোসফট উইন্ডোজ ১০ ব্যবহার করে থাকেন তাহলে নিশ্চয়ই খেয়াল করেছেন, এই অপারেটিং সিস্টেমটি নিজ থেকেই সফটওয়্যার আপডেট ডাউনলোড করে নেয়। মাইক্রোসফট যখনই উইন্ডোজ ১০ এর নতুন কোনো আপডেট রিলিজ করে, তখন ব্যবহারকারীকে না জানিয়েই ডিফল্টভাবে উইন্ডোজ ১০ সেই আপডেটগুলো ডাউনলোড করে নেয়। যদিও আপডেটেড ওএস ব্যবহার করা ভাল, কিন্তু অনেক সময় এ কারণে অত্যাধিক পরিমাণ ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়।  এই আপডেট বন্ধ করার বিভিন্ন উপায় আছে। তারমধ্যে এটি একটি । চেষ্টা করে দেখেন এইটা না হলে অন্যটি চেষ্টা করবেন। ভিডিওতে বিস্তারিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *