নানা প্রয়োজনে কম্পিউটারে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয়। বিশেষ করে গোপনীয়তা রক্ষায় পাসওয়ার্ড দেওয়া অনেক ক্ষেত্রে জরুরি হয়ে পড়ে। এ ছাড়া বাসায় ছোট বাচ্চা থাকলে তারা এলোমেলো ভাবে ব্যবহার করে কম্পিউটারের ক্ষতি সাধন করতে পারে। তাই পাসওয়ার্ড দিয়ে রাখলে অন্য কারও পক্ষে কম্পিউটার ওপেন করা সম্ভব হয় না। কেমন করে কম্পিউটারে পাসওয়ার্ড দিতে হয় তা দেখুন এই টিউটোরিয়ালে। বন্ধরা আমি প্রান্ত Techland360 থেকে। এই ভিডিও থেকে যদি একটুও উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করতে ভূলবেন না। লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না।
Windows 10 How to create Password protection #Techland360
12
Aug