রোলার কোস্টার আইসক্রিম এখন যশোরে। দুধ ফল দিয়ে তৈরি roller-coaster আইসক্রিম এখন যশোরে । বহুদিনের প্রতীক্ষিত রোলার কোস্টার আইসক্রিম এখন পাওয়া যাচ্ছে যশোরে মুজিব সড়কে । প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা নয়টা পর্যন্ত দেখা যায় এই রোলার কোস্টার আইসক্রিম ট্রলিকে । তাদের roller-coaster আইসক্রিম এর মূল উপকরণ দুধ এবং ফল । রোলার কোস্টার আইসক্রিম ভারত ঢাকা-রাজশাহী এবং দেশের অনেক বড় বড় জায়গায় দেখা গেলেও যশোরে এরআগে দেখা যায়নি । এই প্রথম যশোরে roller-coaster আইসক্রিম নিয়ে হাজির হয়েছে মুজিব সড়ক, বটতলা তে।
যে যে উপকরন দিয়ে তারা রোলার কোস্টার আইসক্রিম তৈরি করছে তা হলো –
১. কমলা বা মাল্টা
২. পেপে
৩. আম
৪. ড্রাগন ফল
৫. দুধ
লোকেশন / অবস্থান – বটতলা, মুজিব সড়ক, যশোর ।
রোলার কোস্টারি এই আইসক্রিমের দাম পড়ছে ৫০ টাকা। মানুষের এত ভিড় যে এখানে এই আইসক্রিম উপভোগ করতে গেলে আপনাকে আগে থেকে টোকেন সংগ্রহ করতে হচ্ছে।