ডোমেইন মানে হচ্ছে প্রত্যেকটা ওয়োবসাইটের একটি করে নাম। আর এই ডোমেন নেম সঠিকভাবে রক্ষণাবেক্ষণের কাজ করে ICANN. যদি কোন প্রতিষ্ঠান ডোমেইন বিক্রি করতে চাই তাহলে তাকে ICANN এর কাছ থেকে অনুমোদন নিতে হয়। আর যারা এই ডোমেইন বিক্রি করে থাকে তাদের রেজিষ্টারার / ডোমেইন প্রভাইডার বলে।
তাই আমরা যেকোন সময় আমাদের ডোমেইন যেকোন ডোমেইন প্রভাইডার এর কাছে ট্রান্সফার করতে পারি। একেই বলে ডোমেইন ট্রান্সফার। তো চলুন এখন দেখা যাক কিভাবে এই ডোমেইন ট্রন্সফার করা যেতে পারে।
ডোমেইন ট্রান্সফারের শর্তাবলি-
১. ডোমেইনটি কমপক্ষে ৬০ দিন আগে কেনা অথবা ট্রান্সফার করা হতে হবে।
২. ডোমেইনটি বর্তমান রেজিষ্টারে আনলক অবস্থায় থাকতে হবে।
৩. WHOIS এর ডাটাবেজে আপনার একটি সঠিক ইমেইল অ্যড্রেস থাকতে হবে।
৪. বর্তমান রেজিস্টারের সাথে আপনার যোগাযোগ থাকতে হবে।
এখন আপনি ডোমেইন ট্রান্সফার নিম্ম উপায়ে করবেন-
১. বর্তমান রেজিষ্টারে লগ ইন করে ক্লিক করবেন ডোমেইন ট্রান্সফার এ। তারপর সেখান থেকে আপনি একটি Auth/EPP কোড পাবেন।
২. নতুন রেজিষ্টারে লগ ইন করে ক্লিক করবেন ”ডোমেইন ট্রান্সফার টু আস/Domain Transfer to us” এরপর ডোমেইন নাম আর Auth/EPP কোড দিয়ে দিবেন। নিশ্চিত হওয়ার জন্য একটি মেইল দিতে পারে। চেক করে নিবেন।
৩. ট্রান্সফার কমপ্লিট হতে ৫-৭ দিন সময় লাগতে পারে।
এভাবে আপনি আপনার ডোমেইন ট্রান্সফার করতে পারবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।