এরকম একই ফ্রেমে একাধিক ছবি আপনি ফোন দিয়ে করতে পারেন। এছাড়াও আলোচনা করবো মোবাইলে “ফটো প্রসেসিং ” এর এপ্লিকেশন নিয়ে। যারা মোবাইল দিয়ে সিরিয়াসলি ফটোগ্রাফি করতে চাচ্ছেন এই লেখাটি তাদের জন্য। মোবাইল দিয়ে ছবি তুলে কোন কোন এপ্লিকেশন দিয়ে প্রসেসিং (এডিট) করলে ছবির মান ঠিক থাকবে এবং ছবিটি সবার কাছে গ্রহণযোগ্যতা পাবে সেটি নিয়েই আজকের আলোচনা। দেখে নিন কীভাবে ছবি তুলবেন এবং সেটি কীভাবে সাজাবেন। বন্ধরা আমি প্রান্ত Techland360 থেকে। এই ভিডিও থেকে যদি একটুও উপকৃত হন তাহলে সাবস্ক্রাইব করতে ভূলবেন না। লাইক, শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না।