ছবি বা ভিডিও বা যেকোন ফাইল/ফোল্ডার লুকান সফটওয়্যার ছাড়া। CMD(Command Prompt) দিয়ে। অল্প কিছু কোড আর লুকিয়ে ফেলুন ফাইলস্ । তবে হিডেন ফাইলস থেকে সো করলে কিন্তু এগুলো সো করবে না। এগুলো সো করাতে আবার কোড লিখতে হবে। সেগুলো ভিডিওতে পেয়ে যাবেন। তবে কোথায় লুকাচ্ছেন সেটা মনে রাখতে হবে, নয়তো পরে আপনি নিজেই বের করতে পারবেন না। সম্পূর্ণ ভিডিও দেখে তারপর চেষ্টা করুন। এই ভিডিও থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক দিবেন। যদি কোন লাভ না হয়, তাহলে ডিসলাইক দিবেন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।